_____মন___- সাবিনা খাতুন (রহিমা) মন আমার হারিয়ে গেছে অজানা পথিকের কাছে, ফিরে পেতে চায় না আর মন যে, আর চাই না মন কে ফিরে পেতে, তার আশা ছেড়ে দিয়েছি অনেক আগে। অতীতের উদ্ভুদ কিছু ভুলেছি এ ভবনে, এগিয়ে যাচ্ছি আমি সাফল্যের পথে চলে যেতে, বাস্তবতা এতোটা কঠিন পথ নয় যে ভেঙে চুরে যাবো। প্রভুর ভরসা করে এগিয়ে যেতে হবে। মন আমার হারিয়ে গেলেও মস্তিষ্কের ক্ষমতা আমার আছে। একিবারে হারিয়ে যেতে দেয়নি কিছুটা রেখেছি নিজের জন্য, ফিরে আসতে চাইলেও আর পারবে না আমার নিকটে পৌঁছোতে, কষ্টের মাঝে ফেলে রেখে পালিয়ে ছিলে আমি আর কষ্ট কে ভয় পাইনে। কষ্টের মাঝে সুখ আছে আমার সেই নিয়ে যাবে সুখের স্বর্গে মনটা আর খারাপ থাকে না আগের মতো করে এখন খুব ভালো থাকে বেঁচে থাকার অধিকার খুঁজে না শুধু। শুধু যতো টুকু সুখে থাকলে বেঁচে থাকা যায় সে ততোটুকু পথ ধরে, আপন মানুষ খুঁজে পাওয়ার সুখ খুঁজে না। মন রে তুই কেন এমন করে রাখিস, ভালো রাখবি ওই আকাশের তারার , মতো ঝিরি মিলি আলো জ্বেলে দিবি, _''''''''""""""মন মাঝারে।
সাবিনা খাতুন রহিমা - মন
মে ১১, ২০২২
0
_____মন___- সাবিনা খাতুন (রহিমা) মন আমার হারিয়ে গেছে অজানা পথিকের কাছে, ফিরে পেতে চায় না আর মন যে, আর চাই না মন কে ফিরে পেতে, তার আশা ছেড়ে দিয়েছি অনেক আগে। অতীতের উদ্ভুদ কিছু ভুলেছি এ ভবনে, এগিয়ে যাচ্ছি আমি সাফল্যের পথে চলে যেতে, বাস্তবতা এতোটা কঠিন পথ নয় যে ভেঙে চুরে যাবো। প্রভুর ভরসা করে এগিয়ে যেতে হবে। মন আমার হারিয়ে গেলেও মস্তিষ্কের ক্ষমতা আমার আছে। একিবারে হারিয়ে যেতে দেয়নি কিছুটা রেখেছি নিজের জন্য, ফিরে আসতে চাইলেও আর পারবে না আমার নিকটে পৌঁছোতে, কষ্টের মাঝে ফেলে রেখে পালিয়ে ছিলে আমি আর কষ্ট কে ভয় পাইনে। কষ্টের মাঝে সুখ আছে আমার সেই নিয়ে যাবে সুখের স্বর্গে মনটা আর খারাপ থাকে না আগের মতো করে এখন খুব ভালো থাকে বেঁচে থাকার অধিকার খুঁজে না শুধু। শুধু যতো টুকু সুখে থাকলে বেঁচে থাকা যায় সে ততোটুকু পথ ধরে, আপন মানুষ খুঁজে পাওয়ার সুখ খুঁজে না। মন রে তুই কেন এমন করে রাখিস, ভালো রাখবি ওই আকাশের তারার , মতো ঝিরি মিলি আলো জ্বেলে দিবি, _''''''''""""""মন মাঝারে।