নতুন বছর
তন্দ্রা ব্যানার্জ্জী আজ একটা কবিতা লিখতে হবেহ্যাঁ লিখতে ই হবে, কে লিখবে সে কবিতা? যে কবিতা বিপ্লব ঘটিয়ে ইতিহাস করবে১৪২৯ । একজন কবি, একটা কলমআর কিছু শব্দের সঠিক অবস্থান ঘটিয়ে চেতনা আনবে ।
সময় ঢলতে ঢলতে দিগন্ত পার হয়ে
অনন্ত অসীমের সন্ধান দেবে যেখানে বিশ্বাস করে বাস।
আলো জ্বালাতে কেউ জন্ম নিক আবার
গোবর নেপা ঘরে কিংবা শ্বেতপাথড়ের প্রাসাদে।
অন্ততঃ একটা মা জন্মা'ক একজন পিতা জন্মা'ক
এক মহাপুরুষ আর এক মহীয়সী নারীকে ধারণ করার জন্য।
বৃক্ষহীন ভূমি, জলহীন ভূ গর্ভ, শষ্যহীন ক্ষেত
যোদ্ধাহীন রণাঙ্গনের মতো এখন মানুষ হীন সমাজের আধিপত্য।
নারীর গন্ধে বেহুঁশ সম্পর্কেরা একটা জোনাকি পালন করুক মনে মনে,
অন্ধকার সাঁতরে পার হয়ে তীরে ভিরুক আলোর
নিশানায়, যে আলো মনে আলো জ্বেলে পথ
দেখাবে জীবনের।
এ বছর টা না হয় ধর্ষণ মুক্ত হোক,
আর যোগ্য ব্যক্তির চাকরি হোক,
রাজনৈতিক হত্যা আর কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ হোক ।
এ বছর আলোর সেতু নির্মাণ করুক মনুষত্বের।
তন্দ্রা ব্যানার্জ্জী