Ads Area

বন্যার্ত মানুষের দুরবস্থা - মোহাম্মদ শফিউল্লাহ

 বন্যার্ত মানুষের দুরবস্থা

 মোহাম্মদ শফিউল্লাহ
তারিখ ২৩/০৬/২২
আর্তমানবতার সেবায় মনুষ্যত্বের পরিচয়,
এসো ভাই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।
সকলে মিলে তাদের জন্য সাহায্যের হাত বাড়াই,
বানের স্রোতে ভাসছে মানুষ দিনরাত করছে লড়াই।
বাড়িঘর হারিয়ে আছে ওরা খোলা আকাশের নিচে,
একটু ভেবে দেখো ভাই এই দুনিয়ায় সব কিছু মিছে।
এসো ভাই যার কতটুকু অর্থ সামর্থ্য আছে,
তাই নিয়ে বিপদের দিনে দাঁড়াই তাদের পাশে।
জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রতি করি আহ্বান,
বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই দিতে হবে ত্রাণ।
মানবতার কল্যাণে সকলে মিলে করি আমরা দান,
দুঃস্থ অসুস্থ ক্ষতিগ্রস্ত মানুষ গুলি ফিরে পাবে প্রাণ।
ঘরবাড়ি দালানকোঠা গাছপালা ভেঙ্গে পড়ে জলে,
ক্ষুধার্ত রাক্ষসী নদী সবকিছু গ্রাস করে খায় গিলে,
গরু ছাগল হাঁস মুরগি মহিষ মানুষের মৃতদেহ,
ভেসে উঠে খালবিলে হাওর বাওর নদীর জলে।
রাস্তাঘাটে নাই যানবাহন নাই কোন গাড়ি,
মোহাম্মদ শফিউল্লাহ
অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বলে না কোন বাড়ি।
চারিদিকে রিক্ত হাহাকার আর শুধু ভয় ভীতি,
বন্যার্ত মানুষ হারিয়েছে অতীত সকল মধুর স্মৃতি।
বন্যার পানিতে তলিয়ে গেছে মাঠ ঘাট ফসল লোকালয়,
খাদ্য বাসস্থান বিদ্যুৎ সংকটে ঘটেছে মানবিক বিপর্যয়।
মানবেতর জীবনযাপন করছে ওরা মানবতার পরাজয়,
মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে কেন এত সংশয়।
বন্যার্ত অসহায় মানুষ চরম দূর্ভোগে আছে,
দেশবাসী আজ থাকো তোমরা তাদের পাশে।
অর্ধাহারে-অনাহারে দুর্ভোগে করছে দিনাতিপাত,
অতিবৃষ্টি পাহাড়িয়া ঢলে বন্যায় হচ্ছে কুপোকাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area