Ads Area

বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) - এইচ এম শাহরিয়ার কবির

 বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)

এইচ এম শাহরিয়ার কবির আসিলেন এই ধরার বুকে মাখলুকের হয়ে রহমত, নামটি ছিল তার
এইচ এম শাহরিয়ার কবির

বিশ্ব নবী হযরত মুহাম্মদ। পৃথিবী যখন ছেয়ে গেছিল শিরকের অন্ধকারে, মানুষ করতো জুলুম দূর্বল দেখতো যারে। পিতা করতো জীবন্ত দাফন সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে, অপরাধ ছিল তার কন্যা হয়ে দুনিয়াতে আসাকে। এমনি এক সময় আসলেন তিনি এ ধরার বুকেতে , করলেন দুরিভূত অন্ধকার এ ধরার বুক থেকে তিনি। করলেন একত্র বৈষম্য ভুলে দিয়ে দিনমজুর, কালো ফর্সা ধনী গরীব সব শ্রেণীর মানুষকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area