বকুল ফুলের স্মৃতি
সালমান মোস্তাফা কতোদিন হলো দেখিনা তোমায়বকুল গাছের তলে, বকুল ফুলের মালাটি গাঁথিয়া পড়াবো কাহার গলে? বকুলে ব্যাকুল করিতো আমারে তোমারি গন্ধে মিশে, বকুল বিহনে কলিজা আমার লুটিয়া খাইলো বিষে। হয়না কুড়ানো বকুলের ফুল তোর হাতে রেখে হাত, নিঃসঙ্গতায় গিয়াছে কাটিয়া তেরোশো একুশ রাত। বকুল গাছের ডালেতে বসিয়া বাজাইয়া বাঁশের বাঁশি, তোমারে আনিয়া দেখিতাম শুধু মায়াবী মুখের হাসি। সাক্ষি রয়েছে বকুলের ফুল কথা রাখোনাই তুমি, পাগলের মত ঘুরিয়া ফিরেছি সাহারার মরুভূমি। জানি তোর চুলে ফুল গাঁথা বটে বকুলের ফুল নয়, তবু তোর জয়ে সুখ খুঁজে মানি আমারই পরাজয়।