পদ্মা সেতু
মোঃ হোসেন আলী
তাং-২২/৬/২২ইং
বাংলার মানুষ স্বপ্ন দেখল
পদ্মা সেতু নিয়ে,
স্বপ্নের সেতু পদ্মা সেতু
যাবে পাড়ি দিয়ে। কত লোকে করছে গুঞ্জন অলিক স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণ নাহি হবে কল্প সীমা রেখা। মোদের আশা মোদের গোরব পূরণ আজি হলো, পদ্মা সেতু নির্মাণ হলো দেখে আসি চলো। বাইশ সালের জুনের পঁচিশ উদ্বোধন দিন ধার্য্য। দেশের নেত্রী শেখ হাসিনা নয়তো মোরা আর্য। রাজধানী আর দক্ষিণ বঙ্গ যোগাযোগ যে হলো, সময় সাশ্রয় হবে সবার গর্বের সাথে চলো। শেখ হাসিনার মেধা মনন দেশের অর্থায়নে, বাংলাদেশের এমন সেতু আঁকা স্মৃতি মনে। দেশের কল্যাণ দশের কল্যাণ সোনার বাংলার বুকে, উন্নয়নের জোয়ার থাকলে থাকবে মানুষ সুখে।
যাবে পাড়ি দিয়ে। কত লোকে করছে গুঞ্জন অলিক স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণ নাহি হবে কল্প সীমা রেখা। মোদের আশা মোদের গোরব পূরণ আজি হলো, পদ্মা সেতু নির্মাণ হলো দেখে আসি চলো। বাইশ সালের জুনের পঁচিশ উদ্বোধন দিন ধার্য্য। দেশের নেত্রী শেখ হাসিনা নয়তো মোরা আর্য। রাজধানী আর দক্ষিণ বঙ্গ যোগাযোগ যে হলো, সময় সাশ্রয় হবে সবার গর্বের সাথে চলো। শেখ হাসিনার মেধা মনন দেশের অর্থায়নে, বাংলাদেশের এমন সেতু আঁকা স্মৃতি মনে। দেশের কল্যাণ দশের কল্যাণ সোনার বাংলার বুকে, উন্নয়নের জোয়ার থাকলে থাকবে মানুষ সুখে।
![]() |
Enter