Ads Area

পুরুষজাতি - পারভেজুল ইসলাম

 পুরুষজাতি

পারভেজুল ইসলাম পুরুষ মানুষের জীবন হলো, খেজুর গাছের মতন। অযত্নে অহেলে পার করেছে, পুরোটা জীবন মরণ।
অনেক লোকের শত ভাষন, বিদেশে করেছে যতন। হাজারো গাছে এর রোপণ, মোদের দেশেতে ক'জন? অপোগান্ত!জীবনে নিয়েছে অংসে, পরিবারের বোঝা। অগমতা ভুলিয়ে নিয়েছে অংসে, তা,কি এতোই সোজা? অক্ষিজুড়ে,যাদের হৃদয় পোড়ে, দেখাতে পারে না কাউকে। সেই তারই হলো পুরুষ জাতি, পরার্থ,করেছে সবাইকে। হাতবারি হয় না, যাহারা সবি, তাদেরকে বলো কৃপণ? যাদের নিশি কাটে,ঘরে-বাহিরে, শ্রীঘর তলায় শয়ন। পুরুষ মানুষেরা হলো মুকুট, জীবনে কিছু না ঝুটুক। তাদের জীবনের চেয়ে বাঁচুক, সকলেই যেনো বাঁচুক। জেলা :লক্ষ্মীপুর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area