জীবন চলার কঠিন পথে
কায়সার উদ্দিন জালাল
২৩/০৬/২০২২
কর্ম ছাড়া আর কতদিন থাকবে তুমি ঘরে
কর্মবিমুখ মরছো তুমি মনের যমের ডরে।
বাহির হয়ে আসো তুমি বন্ধ ঘরটি ছেড়ে,
দেখবে তোমার সহায় সম্পদ যাবে অনেক বেড়ে।
কর্ম ছাড়া এ দুনিয়ায় থাকা ভীষণ কষ্ট,
বাবার টাকা আর কতদিন করবে ওরে নষ্ট।
করছো খরছ যখন তখন যেমনটি চায় মনে,
আগোগোড়া পিরীত তোমার ভ্রান্ত জনের সনে।
বাবা তো আর নয় চিরদিন আসবে তারও মরণ,
বাবাহীন এ জগতে যে যায়না ফেলা চরণ।
আঘাত পাবে পদে পদে চোখের পানি ঝরবে
বাবা ছাড়া এ দুনিয়ায় একাই তুমি লড়বে।
বাবার ছাঁয়ায় তুমি ওভাই যতদিন চাও পারবে,
তারই ছাঁয়ায় হেঁটে হেঁটে পথের কাঁটা মাড়বে।
শিখতে হবে কেমন করে একলা পথে চলবে
শক্তি সাহস কোথায় পাবে বাবা তোমায় বলবে।
জীবন পথে কর্ম ছাড়া ভিক্ষুক শুধু চলে
রাস্তার উপর হাত বাড়িয়ে ভিক্ষা দিতে বলে।
এমন জীবন নয়তো তোমার, আছো তুমি সুখে,
দেখো তোমার বাবার জীবন তাকাও তাহার মুখে।
কর্ম ছাড়া এ জগতে কঠিন যে পথ চলা
ভালবাসার কথা মুখে যায়না কভু বলা।
কর্মমুখী মানুষ সবাই থাকে অনেক ভালো
জীবন চলার কঠিন পথে ছড়িয়ে রাখে আলো।
.
লন্ডন
![]() |
কায়সার উদ্দিন জালাল |