Ads Area

সত্যি বলবে? নাকি সত্যি বলবে! - আলোচিত কবি নেহাল হাফিজ

সত্যি বলবে? নাকি সত্যি বলবে!

আমি আলোর ঠিকানা জানতে চেয়েছিলাম
তোমরা দেখালে অন্ধকার। আমি চেয়েছিলাম পরকালের মূক্তি, তোমরা শেখালে অহংকার।
আমি দু'হাত পেতে চাইলাম শুদ্ধ প্রভাত,
তোমরা গুঁজে দিলে মানবঘাতি অগ্নিকলা!
ভিক্ষার থালার মতো কান পেতে চাইলাম শান্তি,
তোমরা তাতে পুঁতে দিলে বিষবৃক্ষ!
যে শিশু সকালবেলা কুরাণ-হাদীসের
প্রথম পাঠ নিতে গেল তোমাকে নিরাপদ ভেবে,
সন্ধ্যায় সে ফিরে এলো বলাৎকার বা
ধর্ষণের শিকার হয়ে রক্তাক্ত ডানাভাঙা পাখি!
যে কিশোর ফিকাহ শাস্ত্র জানতে গিয়েছিল
পবিত্র কওমি কামরায়, তোমাদের দীক্ষায় দীক্ষিত হয়ে
সে এখন অগ্নিসংযোগ, সাধারণের সহায় সম্বল এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে বিরাট ব্যস্ত কর্মী হয়ে উঠেছে।
গোমাংস কেনার দায়ে পাশেই আবার
এক ব্যক্তিকে পিটিয়ে হত্যাকরেছে নরেন্দ্র মোদির
দারুণ অসাম্প্রদায়িক বিজেপি শিকারী বাজ।
কুরআনের ছাব্বিশ আয়াত পরিবর্তনে
আদালতে রিট করেছে আরেক হারামজাদা
এদিকে হঠাৎ করে ভূমিকম্প ছাড়াই
দুর্দান্ত কেঁপে উঠলো বসুন্ধরা, আনভীরের খান্ডব তান্ডবে!
এই যে তোমরা ---! ভিতরে এক বাহিরে আরেক,
মুখে একটা মনে একটা!
সত্যি করে বলতো দেখি
তোমরা আসলে কোনটা?
নেহাল হাফিজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area