Ads Area

বিদ্রোহীর সারাংশ - মৃধা মুহাম্মাদ আমিনুল

বিদ্রোহীর সারাংশ


 মৃধা মুহাম্মাদ আমিনুল 


একশত বছর পূর্ণ হল বিদ্রোহী কবিতার,
কালজয়ী অমোঘ কাব্য সৃজন কাজীদার। 
একটি কবিতা ছড়িয়ে পড়ল কাজের মান,
দেশপ্রেমী আমজনতার হৃদয়ে হইলো স্থান।
বিদ্রোহী কবি নামে ভূষিত হলেন প্রিয় কাজী,
কবিতা শুনে জীবন বাজি রাখল শত গাজি।


এখনো যদি আবৃতি হয় বিদ্রোহী কবিতা,
ইচ্ছে জাগে নতুন করে ছিনাই স্বাধীনতা। 
ঘুমন্ত বীর জাগ্রত হয় এই কবিতা শুনে,
বীর সে নাকি মহাবীর হয় এই কাব্য জেনে, 
দেশদ্রোহী ভয় পেয়ে যায় কাঁপে উরু তার। 
গায়ের পশম খাড়া হয়ে যায় কাব্য শ্রোতার।

লেখনী যেন রণতীর যুদ্ধ কররা মহা অশ্র,
সোচ্চার হয় কৃষক শ্রমিক জনবল সহস্র। 
মানুষের প্রতি শাসকের অবিরাম অত্যাচার,
স্তব্ধ সামাজিক কোলহ অবিচার অনাচার। 
স্বাধীন জীবনে বাঁধা হলে পুতে দিবো জীবন্ত,
"বিদ্রোহী রণক্লান্ত,আমি সেই দিন হব শান্ত"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area