Ads Area

হে দয়াময়


হে দয়াময়
নাসরীন রেখা
১২/৫/২০২২
পথ মসৃন পাথেয় ছিল অমসৃন অজানা
পরিশুদ্ধতার পথ পাইনি সরল নিশানা।
অনুভূতি, চেতনা, বোধ ঝাপটায় ডানা, আঁধারে
ঢাকা মেঘে উড়তে মানা।
ঢিল মারি না কোন অন্ধকার গাছে পা ফেলি
বেছে বেছে।
পথটি তপ্তমরুর ধূসর বালিকাময়, সত্যের সন্ধানে দিলে নেই এক চিলতে ভয়।
পাষাণ বুকে বেঁধেছি পাথর, ঝড় এলে ও হই না
কাতর।
কানে কে যেন ফিস ফিস করে বলে, পবনের বৈঠা বাতাসে চলে।
ঐ বক্র পথটি তোমার নয়, মিছ ভেবে জীবন করো না ক্ষয়।
আলোকরশ্মি হাত ছানি দিয়ে ডাকে সত্যের ঝাণ্ডা অন্তরে জাগে।
থার্মোমিটার হাতে মাপি দৈহিক তাপ, হৃদয় কাঁপে
হবে কী মাফ?
আমি আমড়া কাঠের ঢেঁকি দুনিয়ায় মোহে করি নি নেকি।
লোভের পথে মারবো তালা তওবা করে গলায়
ঝুলাবো দিনের মালা।
মিটবে জ্বালা আর থাকবে না ভয় দুই হাত তুলে
মাগবো হে দয়াময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area