Ads Area

হে কবিগুরু - গোলাপ মাহমুদ সৌরভ

 হে কবিগুরু 

গোলাপ মাহমুদ সৌরভ 

হে কবিগুরু রবি ঠাকুর 
তুমি সাহিত্যের প্রাণ, 
সাহিত্যের রসদ জনবলে
তুমি রেখেছ মান। 

তোমার লেখনীর ভাবধারা 
নিপীড়ন মানুষের কথা, 
প্রতিবাদী কণ্ঠে লিখে গেছো
গোলাপ মাহমুদ সৌরভ 

সাহিত্যের সোনালী পাতা। 

হে কবিগুরু তুমি ছিলে 
অমূল্য সাহিত্য রত্ন, 
তোমার আদর্শে হই উদীয়মান 
করি সাহিত্যের যত্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area