Ads Area

চন্দ বিন্দু - মম

 চন্দ বিন্দু

©মম
জলহস্তীর এত্তো বড় হাঁ।
ডাকে গরু বাঁ বাঁ বাঁ।
সবুজ সুন্দর গাঁ।
হাত দুটি - ডান আর বাঁ।
পদবী আছে এক দাঁ।
মায়ের মারে বাচ্চার ভ্যা ভ্যা কাঁদা।
শীতে ফোটে গাঁধা।
জ্যামিতি বক্সে থাকে চাঁদা।
সল্ভ করতে কি পারো ধাঁ ধাঁ?
জানো কি কাকে বলে ছাঁদা?
খুব কি সহজ টাই বাঁধা?
বিখ্যাত ছোটদের ভোঁদা ও হাঁদা।
প্রজাপতির ডানায় কত্তো রং আঁকা।
আকাশ মানে শুধুই ফাঁকা।
ধূধূ মরু খাঁ খাঁ খাঁ।
ভোরে কাকের ডাকা কাঁ কাঁ কাঁ।
শাঁখ কেটে হয় শাঁখা।
ছাঁকনি দিয়ে  হয় ছাঁকা।
রংধনু গগণ গায়ে বাঁকা।
ফেরি ওলার সুর করে হাঁকা।
মাথায় কালো চুল, ঝাঁকা ঝাঁকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area