বৃষ্টি দাওতীর্থঙ্কর সুমিত
আমীমাংসিত হিংসা নিয়ে প্রতিদিন হেঁটে চলেছি
মাথার ওপর খোলা জানলা
সূর্যের রশ্মির সাথে পাথরের যে হৃদ্যতা
কফির কাপে লেগে থাকা পুরোনো চুমুকের ক্ষত
আজ,
বর্ষা হলে মন খুলে কাঁদা যায়
গাছেদের স্নান দেখে নিজেকে...
দারুন অনিচ্ছার রাজপথে নেমে
মেঘেদের প্রশ্ন করা যায়
শূন্য মুঠোয় একটু বৃষ্টি দেবে?
তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু হুগলী