রাত্রির কবিতা
শান্তনু গুড়িয়া
নিজেকে পতঙ্গ ভেবেও অগ্রাহ্য করিনি আগুন
ঝাঁপ দিতে ছুটে গেছি বারবার
কত আলো জমকালো লন্ডভন্ড প্রচণ্ড আহ্লাদ
প্রথম চুম্বনে কবিকৃতির পেয়েছি আস্বাদ
চুম্বন যে-যৌনতার ছাড়পত্র দেহের অলিগলি পার
রিনিঝিনি বেজে ওঠে গোপন সম্ভার
মাঝরাতে বুক খুলে ধেয়ে আসে নদী
আচমকা সম্মোহনে টলে যায় পা
এমন পিচ্ছিল অন্ধকার
ধাপে
ধাপে
ধাপে
নেমে গেছে সিঁড়ি...
জলের উৎসমুখ নিদারুণ সুখ
কোমল সরগম তুলে আনি দ্রুত
বুকের উপত্যকায় উপদ্রুত
পায়ে পায়ে ফিরি আমি অন্ধ ভিখিরি |
------------------------------ ---------------------
বাগনান,হাওড়া-711303, পশ্চিমবঙ্গ, ভারত