Ads Area

ভবের হাট পিরিতের বাজার -মজনু মিয়া

 


ভবের হাট পিরিতের বাজার
মজনু মিয়া 

এইখানে  পিরিতের হাট বসে, রঙ রস হয় 
স্তনের বুটা চুষে নেশাখুড় মাতাল।
ঘোলাটে চোখে দেখে পৃথিবী গদ্যময় বেহায়া 
কামুক, নির্লজ্জ আত্ন চাওয়া। 
পায়ে পায়ে ঘষে নির্গত করছে চরম সময় 
অনাকাঙ্ক্ষিত ভবিষ্যৎ অন্ধকার! 
হস্ত মৈথুন শিল্প এখন তাদের, বেশ্যা পাড়ায় 
বিষের ঢোঁক গিলতে যায় না অনাহত।
একদল হেঁটে চলে, আকাশে পা তুলে দেখে 
জমিনে প্রেমের দোকান। 
চিৎ হয়ে শুয়ে গোণে বাকী কটা দিন আর পথ, 
দাবী নেই চাওয়া নেই পাওয়া নেই এই হাটে। 
_______________________________________
মজনু মিয়া
মির্জাপুর 
টাংগাইল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area