খাই ©মম চুনো মাছের চচ্চড়ি। ভাজা বড়ি। পুঁই শাকের ঘন্ট, রুই মাছের পটকা-তেল দিয়ে। মুসুর ডাল ভাতে, কাঁচা সাল্যাড মেখে নিয়ে, কাঁচা সর্ষের তেল মাখি তাতে। ঝিঙে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। ব্রাউন রাইসের পান্তা ভাত। কাঁচা আম দিয়ে টকের ডাল। আরে বাজি মাত! গরম কাল। খাই আর ঘুমাই। আর তো কাজই নাই। হাউস ওয়াইফ তো আমি। ইনকাম করে স্বামী। খাওয়াই আর কাজ। আর করি সাজ। দিল্লীতে সাজ করনাই পড়তা হ্যায়। না হলে, পেয়ার নেহি, স্বামী-মহব্বত নাই, সবাই, সবাই, সবাই, এমনটাই ধরে ন্যায়। ইচ্ছা না করলেও সাজগোজ করি তাই। রঙ মাখি কোঁচকানো প্রৌঢ় অঙ্গে। জীবনের ধর্ম এটাই, আঞ্চলিকতার, পারিপার্শ্বিক তার সঙ্গে অবশ্যই এডজাস্ট করা চাই। |