![]() |
অমিত কুমার জানা |
জীবনপথের প্রতিটি ধাপে আলো-ছায়ার যাতায়াত,
কখনো এরা একে অপরের আধিপত্যে কুপোকাত!
আলোর হাসিতে খুশি হয়ে যেই এগোলাম একধাপ,
সর্বনাশী কৃষ্ণ ছায়ায় ভেবে মরি একি অভিশাপ!
কত ক্ষত চিহ্ন এখনো বেঁচে এই আলো আঁধারি পথে,
ক্ষতের জ্বালা উঁকি দিয়ে যায় জীবনের আঁধার রাতে।
স্নিগ্ধ ছায়ায় নির্বিঘ্নে মুহূর্তেরা নেয় সুখের শ্বাস,
হঠাৎ দেখি তীব্র ক্লেশ করে ঈর্ষা, পরিহাস।
জীবন পথ বৈচিত্রে ভরা রহস্যের আলো ছায়ায়,
তাই তো মানব জীবন একঘেয়েমির নিশ্চলতা হারায়।
সুখ-দুঃখের ইঙ্গিত নিয়ে আবর্তিত আলো -ছায়া,
জীবনও এদের সঙ্গ দেয় এমনই জীবনের মায়া।
খড়্গপুর, পশ্চিমবঙ্গ।