Ads Area

বাঁচে একা -মনিরুজ্জামান প্রমউখ

 বাঁচে একা 

মনিরুজ্জামান প্রমউখ  
---------------------------------------- 
মনিরুজ্জামান প্রমউখ  

একটা অছুট প্রেম জমা হোক 
হৃদয়ের পাতায় অসময়ের দিলবর্ষাতে।   
মরে যাক পুরোনো সব আদ্রতার শ্লোক 
অবনিবনা নির্যাসসমূহ ইতিরসের নাগবহরে। 

হৃদয়ের অকিরণ ঢেউগুলো পূণরায় 
তীর খুঁজে পাক নতুনের অনাবিল মহল্লায়। 
গড়ে উঠুক আরেকটি একাগ্র প্রেম সভ্যতা 
নীলিমার নীল বাহারে মানুষ প্রত্যেহ বাঁচে একা। 
-------------------- 

মনিরুজ্জামান প্রমউখ। 
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ। 
পরিচালক- সাহিত্যে'র বাস্তু-ডাক-ঘর। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area