Ads Area

আমাকে চেনো নাকি? - মম

 আমাকে চেনো নাকি?


© মম

আমি বাঁশ কাটি।
তার থেকে বাখারী বানাই।
তার থেকে তোমাদের জন্য
অনেক ধরণের জিনিস বানাই।
চাঁচ, ফুলদানী, সাজি, ঝুড়ি
আরও অনেক কিছু।
সেগুলি বয়ে নিয়ে যাই।
ঘুরে ঘুরে ঘুরে বেচি, সারাদিন ঘুরি।
এভাবেই রূপীয়া কামাই।
খুব খাটি।
দুবেলা দুমুঠো খাবার জন্য।
আমি রাস্তার ধারে থাকি।
বাড়ি নাই।
আমার কোনও পরিচয়ও নাই।
আপনজনও কেউ নাই।
আমাকে চেনো নাকি?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area