Ads Area

।।নেলসন ম্যান্ডেলা স্মরণ।।

 ।।নেলসন ম্যান্ডেলা স্মরণ।।

আঠার জুলাই ১৯১৮নেলসন ম্যান্ডলার
              দ: আফ্রিকায়  জন্ম,
বণ'বিদ্বেবাদ বিরোধী ভাবনায়
      ‌     মানুষ কে করেছিলেন সংঘবদ্ধ ।
তাঁর চিন্তায় ছিল সাম্রাজ্যবাদ
         ‌‌‌‌‌‌বণ'বাদ, মৌলবাদের বিরোধীতা--
গনতন্ত্র প্রিয় শান্তিকামী সমাজ গড়তে
        তিনি ছিলেন দৃঢ়চেতা।
বণ'বিদ্বেষ বিরোধী সংগ্রামে
        হয়েছিলেন নেলসন কারাবন্দী,
ঊনিশ 'শ নব্বই সালের
        ফেব্রুয়ারীতে হলেন কারা মুক্তি।
তিন দশকের ব্ন্দী জীবনে
          মুক্তির আন্দোলন থেকে দমেনি,
ভারত সরকার তাঁকে প্রদান করে
            'ভারতরত্ন'  উপাধি।
কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছিল
             ম্যান্ডেলাকে ডক্টরেট পদবি,
তিনি জীবন ভর মানুষের গণতান্ত্রিক
           সংগ্রামের প্রতি জানিয়েছেন সংহতি ।
জাতি ভেদাভেদ আজ মানুষকে
              করছে নানা  বিভ্রান্তি-
বিশ্বব্যাপী বণ'বিদ্বেষের আক্রমনে     
                মানুষ বড় আতঙ্কিত।
নেলসনের মত দৃঢ়চেতা সংগ্রামী
               এখন সমাজে ভীষণ প্রয়োজন----
তাঁর আদশে' আজকের যুব সমাজে
             জাগুক শুভ চিন্তন।
বিভেদ ভুলে উন্নয়নের লক্ষ্যে
                বাড়াও হাত সব মানুষ,
তাতেই গড়ে উঠূক জীবনমুখী
                দিশার নতুন এক স্বদেশ।
-----------------------------------------------
কালিয়াগঞ্জ,উ:দিনাজপুর,ভারত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area