Ads Area

নিষ্ঠুর বাস্তব - মাজরুল ইসলাম

 কবিতা

______


                        নিষ্ঠুর বাস্তব
                    মাজরুল ইসলাম

মন-ভুলানো মেঘের রাণী
সময়ের গা বেয়ে নেমে এসে
বৃষ্টি ছাড়াই পোজ দিচ্ছে।
#
তাই দেখে রাতের ঘুম
উড়ল সকল বৃষ্টিপ্রেমীদের।
#
সময় বড়ো নিষ্ঠুর
তাকে অবহেলা করলে
সেও মুখ ঘুরে তাকাবে না।
#
সময় থাকতে চিনে নাও
আজকের নতুন মেঘরাণীকে।
                      ____

মাজরুল ইসলাম
গ্রাম/ডাক: ছাতাই
জেলা: মুর্শিদাবাদ
পিন:৭৪২৩০২
মোবাইল:৯৭৩৩৫২২৫৯২ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area