Ads Area

আগস্ট মানে - গোলাপ মাহমুদ সৌরভ

 আগস্ট মানে 

গোলাপ মাহমুদ সৌরভ 

আগস্ট মানে সেই বঙ্গবন্ধু 
শেখ মুজিবুর রহমান, 
ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি 
তাজা রক্তে বহমান। 

আগস্ট মানে সেই বঙ্গবন্ধুর
মেঝেতে নিথর দেহ,
গোলাপ মাহমুদ সৌরভ 

চশমাটা পড়ে আছে সিঁড়িতে 
বইছে রক্ত প্রবাহ। 

শত্রুর বুলেটে সেই বঙ্গবন্ধু 
লুটে পড়ে মেঝে, 
সেই বাড়িতে রক্তের দাগ 
 স্মৃতিচারণ সাজে।  

আগস্ট মানে চোখের পাতায় 
রক্তমাখা স্মৃতিজল,
আগস্ট মানে সেই বঙ্গবন্ধুর 
আত্মচিৎকার অবিকল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area