রোদ উড়ে
অজিত কুমার জানা
মেঘ, রোদের ডানা ছেঁটে দেয়,
সূর্য্য বড় অসহায়।
হুড়মুড় বৃষ্টি নামে,
সময় পাল্টে যায়।
একের মানচিত্র অন্যের দখলে,
এভাবেই চলে পথ,
মিনিটের পথে সময়ের গাড়ি চলে,
প্রত্যয়ে সাঁতরায় সূর্য্য,
চাকা ঘুরে যায়,
রোদ ডানা মেলে উড়ে।
অজিত কুমার জানা
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।