Ads Area

কবিতা পথে চলা পথিক - ষষ্ঠী ব্যানার্জী

 কবিতা পথে চলা পথিক

শিরোনামে- ষষ্ঠী ব্যানার্জী
________________________

একেলা এসেছি এই ধরাধামে
একলাই যাবো ধরাধাম ছেড়ে
 মাঝখানে ধরণীর তলে 
শুধু ধরণীর আনাচে কানাচে নিঃশব্দে পথচলা 
পথে মিলবে বহু সাথী 
শুধু তারাও ক্ষণিকের  
পথ চলা পথিক মোরা 
ষষ্ঠী ব্যানার্জী

প্রশান্তির নিলয়ে রবে  
আনন্দে দুখে ভরা স্মৃতি টুকু
 জেনেও জীবনে চলার পথে  মারামারি, হাড্ডাহাড্ডি  করি 
এটাই  মোদের চলার পথে  
জীবন পথে লিলা খেলা পৃথিবীর রঙ্গমঞ্চে এটাই 
চিরন্তন সত্য, জীবনের জয়গান গাইবো, ধ্বনি তুলে বোলবো, ওং  শান্তি, ওং শান্তি

My personal details as follows
Address:- 3/4 panpara 2nd A Lane, Barrackpore, Kolkata:- 700123
Name:- Sasti Banerjee

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area