কেন?
তন্দ্রা ব্যানার্জ্জী কেন এতো কান্না আসে আমার কেন এতো দুঃখ হৃদয় ভরা কোন কারনে আনমনা মন হয়কার কারনে আমি দিশা হারা । কেন এতো চুপ করে মন থাকে একদিন তো বলতাম খুব কথা একদিন ভীষণ ছিলাম ভালো আজ কেন হৃদয় ভরা ব্যথা । কার কারনে বাঁধতাম রোজ খোঁপা সে খোঁপাতে দিতাম গোলাপ জুঁই একদিন একার ছিলিস আমার কেন তবে পর হলি যে তুই? একদিন তো বিকেল বেলা হলে দেখার ছলে মাঠে ঘাটে যেতাম তুমি ও থাকতে অপেক্ষা তে বসে দুজন কেমন চোখাচোখি হতাম। কেন এতো হারিয়ে গেছো ভাবি কেন ভাবি তুমি আমার নেই ভুলতে তোমায় পারিনি তো আমি আমি ও আছি সেই তোমাতেই।
তন্দ্রা ব্যানার্জ্জী |