দেয়া নেয়া ।। -------------------- # নিখিল বিশ্বাস ।। তোমাকে দেবো বলে ওটা দিতে হবে ,তাই তোমাকে চাই। আমার উঠোনের কোনে কৃষ্ণচূড়ায় যে আগুন ফুটেছে তার উত্তাপ দেবো ,তাই তোমাকে চাই। তোমার জন্য একটা ছোট্ট বাগান করেছি, ওখানে অসংখ্য ফুল প্রজাপতি পাখি, তোমাকে দেখাবো , তাই তোমাকে চাই । তোমার মধ্যে যে গোলাপ ফুটেছে তার গন্ধ ঢেকে দেবে আমার যাবতীয় গ্লানি, তাই তোমাকে চাই । তোমার বুকে যে আগুন আছে তার আঁচ নেব,তাই তোমাকে চাই । তোমার বাগানে যে ফুল প্রজাপতি পাখি দোল খায় হাওয়ায়, তার থেকে অল্প কিছু নেবো, তাই তোমাকে চাই। কিছু দেবো, কিছু নেবো, তাই তোমাকে চাই, তোমাকেই চাই ।। © নিখিল বিশ্বাস।। attachment IMG_20220718_195334.jpgIMG_20220718_195334.jpg |