Ads Area

হে স্বাধীনতা - গোলাপ মাহমুদ সৌরভ

গোলাপ মাহমুদ সৌরভ 

 হে স্বাধীনতা 

গোলাপ মাহমুদ সৌরভ 
ব্রাহ্মণবাড়িয়া,বাঞ্ছারামপুর, বাংলাদেশ। 

হে নির্ভীক স্বাধীনতা তুমি 
কেন রক্তে বাসাও, 
কিসের প্রতিদ্বন্দ্বীতার মোহে
জয়ের কান্নায় হাসাও। 

হে স্বাধীনতা জয়গান তুমি 
লক্ষ প্রাণের হাসি,
অজস্র আত্মত্যাগের পরে 
স্বাধীনতার মোহে ভাসি। 

অজস্র শহীদের কান্না তুমি 
করেছো যে নির্বাক, 
বারংবার ফিরে আসো তুমি 
করো আজও হতবাক।

হে স্বাধীনতা তুমি স্বপ্নতরী
তুমি বিজয়ের উল্লাস, 
হে স্বাধীনতা তুমি সর্বপরি 
আত্মত্যাগের অভিলাষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area