মায়াবী রাতের সঙ্গী
গোলাপ মাহমুদ সৌরভ
আমার বাগানের ফুল ছিঁড়ে
তোমার খোঁপা দেবো,
ভালোবাসার মালি হয়ে
ফুলের ঘ্রাণ নিবো।
চাঁদে দেবো পাড়ি,
তুমি যদি হাতটা ধরো
কিনে দেবো শাড়ি।
তুমি যদি পাহাড় হও
আমি ঝর্ণা হবো,
ঝরে গিয়ে নদীর জলে
দু'জন মিশে রবো।
তুমি যদি জোছনা হও
হবো অনুভূতির চাদর,
মায়াবী রাতের সঙ্গী হও
দেবো তোমায় আদর।