পিতা মাতা শ্রেষ্ঠ
মৃধা মুহাম্মাদ আমিনুল
বাবা হলো শ্রেষ্ঠ মানুষ
সন্দেহ আছে কার
পারলে দেখা শ্রেষ্ঠ পুরুষ
বাবার মতো আর
--
জন্ম থেকে শুরু করে
লেখাপড়া খাবার,
বিবাহ্ সাধী বাসস্থান
সবই যে বাবার।
--
তাই বলে গর্ভে রাখা
জন্ম ধারিণী,
বাদ নেই কাব্য থেকে
শ্রেষ্ঠ কামিনী।
--
জন্মের ক্ষণে মৃত্যু পথ
দেখে এসেছে মা,
দুনিয়া আখিরাতে নেই
তাহার উপমা।
পিতা মাতা দুই জনই
শ্রেষ্ঠ মানব,
তাদের দু'য়ের জীবন
খুবই তাজ্জব।
--
নিজেকে নিয়ে কখনও
নেই চেতনা,
শুধু মোর সন্তান হউক
দশের একজনা।