Ads Area

দে দে দে - মম

 দে দে দে

©মম
ঘুগ্নি আর লুচি।
সঙ্গে শশা, পেঁয়াজ কুঁচি।
দে দে দে আরও আরও আরও দে!
গরম গরম গরম রেঁধে।
কর কর কর, রান্না কর!
আমি পেটুক বড়।
ভর ভর ভর, আমার পেট ভর!
আমায় দিলে খেতে
আদরে পাত পেতে,
আমি খাওয়ায় উঠি মেতে,
আমার আপন হয় তখন পরও।
নিজের ঘর হয় তখন পরের ঘরও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area