Ads Area

বিধান পরিষদ - শুভদীপ দত্ত প্রামানিক

 বিধান পরিষদ 


 শুভদীপ দত্ত প্রামানিক 


" Enemies can't break your sprit , only friends can "

                                                       — Arundhati Roy

আলোর সঙ্গী চারটি পা
ব্রহ্মপৃথিবীর নিজস্ব আলো আছে
শব্দ আলো , বর্ণ আলো , অক্ষর আলো
উত্তেজনা ভেঙে আনলাম পরবর্তী গর্ভের স্ফুরণ 
থালায় মুন্ডকণা , সম্বিৎ । 

প্রথম পা ছড়িয়েছি জাহাজলিপির প্রতিহিংসার দিকে
বাজারের থলেতে মৈথুন লিরিক 
তৃতীয় পায়ে পুষ্পঘাম ওঙ্কার

দ্বিতীয় ও চতুর্থ পা নিলামে বিক্রি হয়ে গেছে 
কলমনৌকায় ফিরছেন মা মনসা ও তিনটি ঘোড়া । 

অচিরাচরিত মায়া হামাগুড়ি দেয় উজ্জ্বল সাপেদের উৎসবে
সাপেদের বিধান পরিষদে বক্রী বনভূমি । 




শুভদীপ দত্ত প্রামানিক 
কীর্ণাহার , বীরভূম
পিন : ৭৩১৩০২


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area