মায়ের আঁচল
গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া,বাঞ্ছারামপুর,পা ড়াতলী
শিশু কালে বায়না ধরতাম
দুই টাকা দাওনা গো-মা
কান্না কান্না করে।
প্রথমে মা ধমক দিতো
টাকা নাই বলে,
একটু পরে দিতো মায়ে
আঁচল থেকে খোলে।
যেথায় যেতো মা আমার
সেথায় যেতাম সাথে,
কোলে উঠার বায়না ধরতাম
ধরে মায়ের হাতে।
মায়ের মনটা অনেক বড়
মায়া মমতা ভরা,
আদর,স্নেহ,সোহাগ যেন
মায়ের মনটা গড়া।