যাবে কি আমার গাঁ'য়?
এ্যাডভোকেট মোঃ ফায়জল বাকী পিটার
পথ চলতে ধূলা যেথায় চুমা দেয় পা'য়!
পথ দেখিয়ে যাবে তোমায় কলমি-মটর লতা!
মাথার উপর ধরবে ছাতা গাছের যতনা পাতা!
দূর্বাঘাস বিছানা দেবে বলবে তোমায় শুতে!
কলার পাতা দোলাবে চামর তোমায় হাওয়া দিতে!
হেঁট মাথায় ধানের গাছ করবে নমস্কার!
জানবে ওটাও পাওনা তোমার ওটাও পুরস্কার!
ঘুমপাড়ানী পাখির যত ঘুমপাড়ানী গান-
করবে তোমায় বাউল-উদাস করবে মায়া দান!
মাটির কাছের মানুষ গুলার মাটির মতই মন-
গল্প-কথায়-খাইয়ে-দাইয়ে করবে আপন-জন!
দেখবে শুনবে আরও অনেক দেখবে কত ছবি,
দেখতে-শুনতে ভাববে তুমি, 'আমিই 'রবি কবি!'
হয়তো কোখাও পুকুরপাড়ে পুই-কুমড়োজালি,
জলের মাঝে খেলছে মরাল সঙ্গে মরালী!
কোথাও আবার চাষী-বৌ ধুচ্ছে হাঁড়ি-থালি;
জলের মাঝে ছিটায় জল পাড়ার ছেলে গুলি!
গরুর পাল সঙ্গে করে গ্রামের রাখল যত-
খেয়ে-দেয়ে-নেচে-গেয়ে করছে মজা কত!
গুনগুনিয়ে গান শুনিয়ে চাষীর দল যত-
বুনছে-কাটছে কাটছে-বুনছে ফসল মনের মত!
খায়না-দায়না পায়না তাই থাকছে উপবাসী,
কষ্ট মাঝে ব্যস্ত কাজে দুখী মুখেও হাসি!
দিনের শেষে দেখবে বসে ফিরছে সবাই বাড়ি!
সুর করে ঐ কাঁদছে দূরে ক্লান্ত গরুর গাড়ি!
বকের পাখা যাচ্ছে দেখা আসছে ফিরে কুলায়!
গরুর পালও ফিরছে হেঁকে সন্ধ্যা-আলো-ধূলায়!
মত্ত বাতাস মাতম করে শঙ্খ-আজান শুনি,
জানান দেবে তোমায় এসে সন্ধ্যা এখনি!
সকাল-দুপুর-বিকেল গেল সন্ধ্যা হতেই পার-
জোনাক-আলোয় ঝিঁঝিঁর তানে মত্ত চারিধার!
দূর থেকে ঐ আসছে ভেসে মিষ্টি মেঠো সুর,
শুনতে শুনতে দিনমানের ক্লান্তি হবেও দূর!
সুরের ভেলায় চলবে তুমি সুরের স্রোতেই ভেসে-
রাত যে কখন দুপুর হয় দুপুর কোথায় মেশে!
আবীর ছড়ায় আলোক প্রভায় সূর্য ওঠে রাগি,
সবাই আবার ব্যস্ত হল উঠলো সবাই জাগি!
কেউবা ছোটে লাঙল কাঁধে কেউবা নিয়ে গরু!
রাত পেরিয়ে সকাল হল সকাল আবার শুরু!
দেখতে-শুনতে বিদায় নেবে ঘন্টা ক্ষণে ক্ষণ,
যতই দেখ যতই লেখ ভরবে না গো মন!
তাইতো শুধাই তোমায় আবার, 'যবে কি আমার গাঁ'য়?'
পথ চলতে ধূলা যেথায় চুমা দেয় পায়!
বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।