Ads Area

সানাই - অম্লান বাগচী

 সানাই 

--------


অম্লান বাগচী
------------------


মুগ্ধ! যারা শুনছে তারাই প্রশংসায় পঞ্চমুখ। 

আহা, কি নহবৎ!

মসৃণ আদরের ভিতর দিয়ে ফুটে উঠছে
                   কান্নার ভেজা ভেজা চোখ।

এক অদ্ভুত সুরবন্ধন, যেন কোন গ্রাম‍্য সন্ধ‍্যার
হাতে ধরিয়ে দিচ্ছে জোনাকির অলীক আলো।

অজানা বিস্তারে মানুষগুলোর অভ‍্যন্তর 
ব‍্যথার চাদর জড়িয়ে নিচ্ছিলো। 
কোথা থেকে পেলেন এদের? 
কি অসাধারণ বাজাচ্ছে!

সন্দেহ নেই অসাধারণ। সন্দেহ নেই এ এক
এমন দূরের পথ টান যার পিতৃগৃহ ছেড়ে যায়....
তবু কন‍্যার পিতা সহমত হন না পুরো
এ বিষণ্ণ সৌন্দর্য তাঁর কাছে নতুন নয়

তিনি যে আগেই শুনেছেন,
মেয়েটা তাঁর গোপনে কাঁদলেই ফোঁপানি থেকে
               বেজে উঠতো সানাইয়ের করুণ সুর।

           ||----------------------------------------||


Amlan Bagchi
Geetanjali, 2nd Floor


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area