সুপ্রভাত মেট্যা
এক-একজন মানুষ এক জীবনে পাহাড় সমান শস্য খেয়ে ফেলে। এটা সত্যিই আশ্চর্যের !
কতটা আলো ,হাওয়া এবং জল শুষে বেঁচে থাকে এক-একটি প্রাণ তা একমাত্র ঈশ্বরই জানেন।
ধুলোর মধ্যে পায়ের গরম-কষ্ট বুকে নিয়ে হেঁটে যান বাবা ,
কার জন্য ? কার জন্য মায়ের ঘুম ,আলোর রঙিন সময় ক্রমশ ফুরিয়ে যায় ?
একটি ধন্যবাদের জন্য -
স্রেফ একটি ধন্যবাদ , গরীব ছেলেটি রোজ গোলাপ হাতে নিয়ে তাকিয়ে থাকে ,কোন দিকে ?
তোমাকে ভরে আছে আলো জানি ।
কিন্তু তোমার আলোর ভিতরে যে অঙ্কুর রাত জেগে আছে তার খবর কী কেই জানে ?
আর কী আশ্চর্যের দ্যাখো,তোমার ভালো ভেবে এতদিন যা-কিছু চেয়েছি আমি ,তার সমস্তই আমার !
এটাও কী গুছিয়ে নেওয়ার প্রবনতা নিরিখে কম আশ্চর্যের নয় ?
লেখকের নাম :-সুপ্রভাত মেট্যা
গ্রাম :-বলরামপুর
পোষ্ট:-জয় বলরামপুর
থানা :-তমলুক
জেলা :-পূর্ব মেদিনীপুর
পশ্চিমবঙ্গ ,ভারত