Ads Area

মহামিলনের গান - তারক নাথ সাহা

 মহামিলনের গান

জাত জাত করে কি শেখাচ্ছো , পৃথিবী শান্ত থাকবে কিভাবে ! জাত ধুঁয়ে নেশার জল খাচ্ছো , নতুন প্রজন্ম ভালো হবে কিভাবে ! বাগানে গিয়ে দেখ সবাই আছে কত রকম গাছ , লক্ষ করে দেখ সবাই

গাছেরা কেমন , করছে নিজের কাজ। ফুলেরতোরার দিকে চেয়ে দেখো , সেখানে কত রকমের ফুল। মিলে মিশে কেমন আছে দেখো , দেখছে না কেউ কারো জাত, কুল। হাসান রাজা , লালন ফকির , রামকৃষ্ণ , - ভাই তাদের কথা ছেড়ে আমরা গড়ল কেন খাই। কোনো ধর্ম খারাপ নয় , যে যার ধর্ম নিয়ে থাকো , সব মানুষ একেরই সৃষ্টি , এমনই মনে আঁকো। রহিম , করিম , বাদল , ভোলা , জিতেন , মদন , পিটার, আব্দুল্লা , আমরা ভালো বন্ধু আছি তেমন থাকতে চাই , আমরা কেউ চাইনা বিবাদ , থাকবো ভাই ভাই। ৩১এ জ্যৈষ্ঠ ১৪২৯ / ১৫ই জুন ২০২২ / বুধবার তারক নাথ সাহা সোনাঝিল, সোনারপুর, কলকাতা – ১৫০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area