Ads Area

স্বরণে নাহি আসিলো আমার কথা - মোঃ ফারমান হোসেন

স্বরণে নাহি আসিলো আমার কথা

            মোঃ ফারমান হোসেন


ধরণীর বুকে আসতে হবে যাইতে হবে,
বিধাতা সবাইকেই এই নিয়মেই রাখে!
জানোতো কে আসবে তুমি ধরণীতে আমার সাথে 
আমার মনটা কে ছিনিয়ে নিতে!

নিয়েছিলে মন, দিয়েছিলে বুক ভরা বিশ্বাস
আমি ও ভেবেছিলাম চিরদিন থাকবে হয়তো
দুইজন দুইজন কে ভালোবেসে এই অটুট বন্ধন
থাকবে হয়তো বুকের স্পন্দন , বিধাতার দেওয়া নিঃশ্বাস।

সবকিছুই চলে ঘড়ির কাঁটার সময় ধরে
কেনো জানি কি হয় তোমার মাঝে ফাটল ধরে
আমি জানি আমার কোনো অপরাধ ছিল না, 
তবুও সবকিছুর দোষ দিয়ে গেলে আমাকে
        কই কিছুই তো বলে গেলে না।

ভেবেছিলাম তখনো , মজা নিচ্ছো 
সময় গেলে সবকিছুই ঠিক হয়ে যাবে হয়তো!
এই ধরণীর বুকেই সবকিছু আলাদা হইলো
সে আমায় ছেড়ে অন্যের হাত ধরলো।

হয়ে যায় সবকিছুই গত 
কারণ ঘড়ির কাটা তখনও চলছিলো 
এখন হয় ফাঁদ পাতা বিশ্বাসের প্রতি ইগো
সেই অতীতের স্মৃতি মনে করলে ,
শিখিয়ে যায় কত কিছুই এখনো।

গত হওয়া সেই ক্ষত
মনের জায়গায় ভয় কত
পাইনা আর ভয় হয় আনন্দ,
বিশ্বাস করেছিলাম তোমায় অন্ধের মতো।

কত কথা , কত স্বপ্ন দেখিয়েছিলে!
সেই সব কিছু এক নিমিষে মিথ্যা প্রমাণ করিলে!
আজ সেই স্মৃতির মাঝে আনন্দে ডুবিয়ে ডুবিয়ে ভাসতেছি,
       মুচকি হাসি , চমকে উঠি,
 তুমি ছিলে এক কাল নাগিনী?

মোঃ ফারমান হোসেন
প্রাণ পেয়ে বেঁচে গিয়েছি
আজকের দিন গুলো আনন্দে কাটাচ্ছি!
আসে মনে তোমার স্মৃতি, পাই দুঃখ,হয় আনন্দ
মনের মাঝে গুমড়ে মরি এখনো!

মনের ভিতর এখন হয়তো অন্য কাউকে যাপন করছো
আমাকে ভুলে গিয়ে তুমি অনেক ভালোই করেছো!
সর্বদা সুখে থাকো , চেয়েছিলাম তখনও
 আজ ও বলবো একই কথা,
 তোমার মনে নাহি আসে যেনো দুঃখ দশা!!

হয় তো জানি আসবে একদিন 
 তুমি কাঁদবে , হাসবো আমি সেই দিন!
গত হওয়া দিন গুলোতে কত কথা ছিল বলা,
 আজ তোমার স্মরণে নাহি আসিলো আমার কথা!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area