লোডশেডিং
![]() |
ঘরে ঘরে কারেন্টের তার সন্ধ্যা হলেই অন্ধকার ঘরে ঘরে লাইন আছে সবার কারেন্টের আর কি দরকার আশি টাকা লিটার কেরসিন পাই দশ টাকা দামের মোমবাতি জ্বালাই কারেন্টের কোন খবর নাই মাসে মাসে বিল ঠিকই পাই। আমাদের যখন বাতি জ্বালানোর সময় তখন কারেন্টের লোডশেডিং হয় যখন ভাত খেতে যাই তখন ও কারেন্ট নাই সময় মত না থাকলেও বিদ্যুৎ ঘরে ঘরে লাইন আছে অদ্ভুত কারেন্টের সার্ভিসের এমন ব্যবহার ভুলে যাওয়া কঠিন ব্যাপার। . লোডশেডিং এর বাস্তব অভিজ্ঞতা