হেমন্ত
©মম
হেমন্তে ঝরছে হিম।
হংসী পারে ডিম।
হেমার মাথা করে ঝিমঝিম।
সামনে তার বইয়ের খোলা পাতা।
হেমন্ত মলম লাগিয়ে টেপে তার মাথা।
শিশিরে শিশিরে ঘাস ভিজে আছে।
বিন্দু যত আটকে পাতায় পাতায় পাতায়, গাছে।
টপ টপ টপ, ঝরে পড়ে।
হেমন্তে হেমা আর হেমন্ত প্রেম করে।
ওরা একই কলেজে পড়ে।
থাকে পাশাপাশি ভাড়া ঘরে।
দুজনেই মাঝে মধ্যে বাথরুম থেকে
চেঁচিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান করে।
তারা একই জায়গায় গান শেখে।
অল্প বয়সে ওরা গেছে পেকে।
সারারাত জেগে জেগে
ওরা দুজনেই মোবাইল ফোনে প্রেমপত্র লেখে।
নিদ্রা ওদের চোখ থেকে
কবেই গেছে ভেগে।
সকালে দুজনেই ছোটে মলখানায় -
মল ত্যাগের প্রবল বেগে।
মিল ওদের কানায় কানায় কানায়,
একেবারে হৃদয়-পূর্ণ করা।
একেবারে ভরা।