Ads Area

শ্রী উর্বশী - তাপসী নাহা দেব

 (((((()))) কবিতা - ((((())))))

∆∆∆∆ শ্রী উর্বশী ∆∆∆,
কলমে -তাপসী নাহা দেব ।
6/ 7/2023 ।।
কবি আর লিখবে না
প্রকৃতির কথা ,
কবি আর লিখবে না
মনের ব্যাথা ,
গোলাপের পাতা কাঁটাতে
যত ই ছিন্ন বিন্ন হোক
রক্ত ঝরুক
ক্ষত বিক্ষত হয়ে -
কবি প্রলেপ দেবে না
ভালোবাসার ,
তুমি কি শুনছো পৃথিবী
তোমার সৌন্দর্য বর্ণনা
কে বর্ণিবে কে রচিবে ?
কে বলিবে -
পৃথিবী তুমি কতো সুন্দর !
তুমি কতো শৃঙ্খল শুশ্রী ,
তোমার শুভ্র কেশগুচ্ছ জটা
কাঞ্চনজঙ্ঘা থেকে নেমে এসেছে
গাঙ্গেত্রী সঙ্গম ছিন্ন বিন্ন
নদ নদীর সাথী হয়ে বঃ সাগরে
স্রোতস্বিনীর সুন্দরী কল্লল গাঁথা,
কবি যে হয় না নিশ্চুপ ,
আপন মনে বলে উঠে ,
হিমাদ্রী তুমি বীর ,
ঝাউ বনজ সরলবর্গী
তোমার বুকে শক্ত ছাতি ,
তপন দিচ্ছে উজ্জ্বল জ্যোতি ,
ঐ ছটাক ছটাক তপন তাপে
জমলো কতো লার্ভা পলি ,
সাগর জলের কতো বক্র গতি
দানিলে কতো দ্বীপাঞ্জলী
বসতে আছে জীব জগতের
তাপসী নাহা দেব 
শত শত প্রাণ সঞ্চালী ,
কবি বলে উঠবে -
পৃথিবী এক উর্বসী নারী
সবুজে বনরাজী যেনো বনদেবী সুন্দরী !!
কবি নিশব্দ নিস্তেজ হতে পারে না
কবি অসত্য বলে না গো ,
কবির লেখনী সত্যের প্রকাশ ,
মনের সমবেদনার খোলা আকাশ ।।
করে শ্রীবৃদ্ধির বিকাশ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area