Ads Area

ডেইজী আশরাফ’র কবিতা গুচ্ছ

 ডেইজী আশরাফ ৪/৭/২০২২

আসবে কবে --? ------------------- কি যে কষ্ট এই জীবন তুমি ছাড়া একা তোমার জীবনে ও আমার মত অনুভূতি হয় কি গো সখা।?? যেদিক তাকাই শুধু শুন্যতা আর হাহাকার শুনি । করে গেছো ভালো বাসায় আমায় এ কোন ঋণী। তুমি নেই সুখ নেই নেই আলো নেই হাসি । যেদিক তাকাই দেখতে পাই শুধু দুঃখ রাশি রাশি। নয়ন দুটি আজ কোনো স্বপ্ন দেখতে চায়না জীবনের কাছে মনটা তাই ধরেনা কোনো বায়না । এ কোন পৃথিবী তুমি আমায় দিয়ে গেছো চলে তোমার বিরহের আগুনে তাই মরছি জ্বলে জ্বলে। । জানিনা কতদিন ব্যথার ভার রইবে আমার বুকে কবে আবার ঠাই পাবো আমার বন্ধুর বুকে। --??

.
মনের বাতায়ন মনের বাতায়ন খুলে রেখেছিনু শুভ সকালে আকাশ ঢেকে ছিলো মেঘে --- যত কথা বলবো ভেবেছিনু উড়ে গেলো প্রচন্ড বেগে।
 ডেইজী আশরাফ

তুমি তাইতো আমায় ভালোবাসোনি ভুল বুঝে দূরে সড়ে গেছো কাছে ও আমায় ডাকোনি ।

.
নিঃস্বাস -------- পৃথিবীর রুপ দেখবো বলে তোমার হাতটি ধরেছিলাম সুখের ঘর বাঁধবো বলে তোমায় ভালো বেসেছিলাম। তার পর তো ইতিহাস বুক ভাঙা শুধু দীর্ঘস্বাস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area