দেহের ভেতর
লেখক -মোশফেকা খন্দকার (রিক্তা) দেহের ভেতেরর যন্ত্রগুলোতে মরিচা পড়েছে মাকড়সারা বেঁধেছে বাসা হাড়গুলোতে ধরেছে ঘুনে সবকিছু পড়ে আছে অযত্নে মনটা হয়ে গেছে অস্পষ্ট অনুভবেও যাচ্ছে না ছোঁয়া হঠাৎ কেঁদে উঠে মন বলে- হেরে গেছি আমি, আমারই কাছে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে ভেতরটানিঃশেষ হয়ে যাচ্ছি শুকনো বালি-বালির মত আছি পড়ে, হালকা হাওয়ায় যাই উড়ে বহুদূরে অজানা কোথাও।