![]() |
অসীম ভুঁইয়া |
তোমার বুকে গুছিয়ে রেখেছি হলুদ সন্ধ্যা।
তুমি উষ্ণতা ঢেলে শুদ্ধ করে নিও
তারপর গড়িয়ে দিও রাতের নির্জনতায়...
আমি অনেকটা অন্ধকার পেরিয়ে এসেছি
নিজের সঙ্গে
অনেকটা বিচ্ছেদের বিবর্ণতা গায়ে মেখে বহুরূপী হতে পেরেছি।
শিখে নিয়েছি সমর্পণের গোড়ার কথা।
তোমার কথায় পৃথিবী পবিত্র হয়
তোমার ছায়ায় দোষ লাগে না কারো।
তুমি সহায়হীনকে সহায়তা দান করতে পারো
আসলে সমর্পণ এমনই এক বিচিত্র কারাগার
যেখানে বিচারকের দন্ডটা
চিরকাল থাকে অর্ধনমিত।
--------------+++++----
West Bengal