Ads Area

কলকাতার কালবৈশাখী ঝড়ে - অঞ্জলি দেনন্দী মম



একুশে মে, দুহাজার বাইশ, শনিবার বিকালে
ভারতের, বঙ্গের, কলকাতার কালীঘাটে
গেলাম মা শ্রী কালিমায়ের দর্শন করতে সকলে।
অঞ্জলি দেনন্দী মম
কালবৈশাখী ঝড়ের দাপটে
রাস্তার পাশের একটি বাড়িতে দাঁড়িয়ে আছি।
এভাবেই এক ঘণ্টা কাটে।
সারা রাজধানী ঝড়ের কবলে।
মন্দির খুবই কাছাকাছি।
তবুও অপেক্ষা করছি।
মনে মনে মনে মায়ের নাম জপ করছি।
থামলো ঝড়, বৃষ্টি পরে।
পৌঁছলাম মায়ের ঘরে।
দর্শন করলাম।
অন্তর ভরলাম।
মা মা মা!!! .............
নমস্যা আপনার অনন্ত পা.........
ধন্য কলকাতা।
তোমাতে মায়ের বাস।
মা-ই তো জীবনের অশেষ আশ.........

উত্তমনগর।
দিল্লী - ১১০০৫৯
ভারত।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area