Ads Area

হ্যাঁ, আমাকে চেনো! - মম

হ্যাঁ, আমাকে চেনো!

©মম

আমি ব্যতিক্রমী।
আমিই বিক্রমী।
আমিই আবার অতিক্রমী।
আমি সহ্য করি।
করি প্রতিবাদ।
আমি গড়ি।
করি বিবাদ।
আমি একাই করি শয়তানীর বরবাদ।
আমি বন্ধনে বাঁধি।
অন্যের কষ্টে আমি কাঁদি।
আমাকে পায়ে দলে, 
চেপে রাখতে চেয়ে
আজ তোমাদের পদতলে
জ্বলন্ত আগুনের গলন্ত ঘা।
ফেলে আর চলতে পারো মা পা।
এখন তোমাদের অশ্রু সিক্ত চোখ
আফসোসে আমায় দেখে শুধু চেয়ে চেয়ে।
নিজেদের কুকর্মের অনুতাপে
নিজেরাই কর শোক।
তোমার জীবন কলস ভরা পাপে।
আমি কিন্তু আজও বেঁচে আছি।
প্রার্থনা করি, আমি যেন আরও বাঁচি!



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area