দ্বন্দ্ব ভুললে মন্দ কি
কমল ঘোষ
রথের রশিতে দিলে টান কতটা হয় পুণ্য,
সেই বিষয়ে আমার জ্ঞান এক্কেবারে শূন্য!
রথের মেলায় বছরই যাই, হয়ে গেলাম বুড়ো,
ঠিক করে তবু হয় নি দেখা ঐ যে রথের চূড়ো।
আমি তো শুধু ঘুরে বেড়াই রথ দেখার ঐ ছলে,
মনটা থাকে ফুরফুরে বেশ বহু লোকের ঢলে।
সংসারে আজ শুধুই ভাটা, শুধুই দুঃখ-শোক,
সে সব ভুলে জনজোয়ারে সামিল এত লোক!
বেলুন ফাটে, বাঁশিও বাজে, মাইক বাজে জোরে,
সবাই দেখি ঘুরে বেড়ায় আনন্দেরই ঘোরে।
কেউ বলে না - কৃষ্ণ কোথায়? কেউ বলে না বলাই?
ঠাণ্ডা পানীয়ে চুমু দেয় কেউ, কেউ চেবায় কলাই।
পকেট হাতড়ে পয়সা গোনে, গন্ধ ঢোকে নাকে,
খাবারগুলো টানতে থাকে সামনে যাকে তাকে।
চোখের ক্ষুধা বাড়তেই থাকে, পেট বলে ওরে সয় না,
জিভটা বলে - ধূত, তুই ছাড়, ওসব বললে হয় না!
গৃহস্থালি জিনিসগুলো শুধুই বলে কিন্,
কোনটা বানিয়েছে আমাদের দেশ, কোনটা জাপান চিন।
ধর্ম সেথায় ধরে না টুঁটি, দেখায় নাকো ভয়,
ধর্মের নামে ঐক্যের মেলা, এটাই যেন হয়।