Ads Area

মায়ের ভালোবাসা - শ্রী কাজল কুমার


মায়ের ভালোবাসা
. মায়ের কারণে এই পৃথিবীতে আশা, মায়ের কাছে পেয়েছি আমি নির্সাথ ভালেবাসা। কত ভালোবাসা দিয়ে সন্তানকে তার কাছে আগলে রাখে, আপদে বিপদে সন্তানের পাশে থাকে। নিজে না খেয়ে মায়ে তার সন্তানকে খাওয়া, মায়ের মনে আনন্দ লাগে সন্তানকে কাছে পাওয়া। অনেক কষ্ট করে মা সন্তানের জন্য, বড় হয়ে সন্তান সুখী হলে মায়ের জীবন হয় ধন্য। সন্তানের কিছু হলে মায়ে তা আগে জানে, সন্তান দুরে গেলে কখন আসবে চেয়ে থাকে রাস্তার পানে। সর্বদায় দেখতে চায় সন্তানের হাসি ভরা মুখ, সেই মুখ খানি দেখলে পরে মায়ের আনন্দে ভরে যায় বুক। সন্তানের অসুখ হলে পরে দিন রাত ভরে সেবা যত্ন করে তার, ঠিক মত তারে দেখা শুনা করে মায়ে হয়ে যায় ডাক্তার। সন্তান কোথায় যায় খোঁজ খবর সব সময় রাখে, সব কিছু ভালো মন্দ তারে দেখে। সন্তানকে নিয়ে অনেক কিছু দিনে রাতে ভাবে, অনেক স্বপ্ন দেখে তার সন্তান সুখী হবে কবে। মায়ে করে না তার নিজের জীবনের আশা, সন্তানকে দেয় মায়ে তার বুক ভরা ভালোবাসা। মায়ের ভালোবাসায় নেই কোন সার্থ, অন্যের ভালোবাসা মায়ের ভালোবাসার কাছে হয়ে যায় ব্যার্থ। তার সুখের জন্য সর্বদাই করে মঙ্গল কামনা, সর্বদা যেন তার সন্তান সুখে থাকে এটাই করে প্রার্থনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area