Ads Area

কে তুমি নারী - তপন কুমার পাল

 কে তুমি নারী

তপন কুমার পাল

ভর সন্ধ্যা নদী ঘাটে কেগো তুমি নারী কার লাগি পথ চেয়ে একা বসে হায়, ফিরে যাও নিজ ঘরে সন্ধ্যা বয়ে যায়, প্রাণে ভয় নেই বুঝি কোন্ গ্রামে বাড়ি? আঁখি কেন ঝরে তব কিযে কষ্ট মনে মন খুলে বলো মোরে কোন ভয় নাই, তব কষ্টে ব্যথা জাগে মম হৃদে ভাই, সখা ভেবে সব কথা বল মোর সনে। তব দুখে দুখী হয়ে বলি আমি তাই, ঘন কালো মেঘ নভে চল বাড়ি যাই। ধীরে ধীরে রাত ভারী হয়ে গেলে পরে, নদী চরে ঘোরে কত দস্যু বাজে লোক, তুমি বালা ফিরে যাও তব নিজ ঘরে, কার লাগি বসে র'বে কীসে এতো শোক?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ads Area