ঈদুল আজহা
গোলাপ মাহমুদ সৌরভ
৩০/০৬/২০২২
ঈদ এলো ঈদ এলো
কেনাকাটা সুরু,
পশুর হাঁটে ব্যস্ত সবাই
কিনতে ছাগল গরু।
এলো ফিরে ঈদুল আজহা
আনন্দের ঢোল বাজা,
ধনী গরীব সবাই খুশি
কিনবে গরু তাজা।
ঈদের আমেজ বইছে দেখো
মুসলমানের ঘরে,
ছাগল, গরু, দুম্বা, মহিষ
পশু কোরবানির তরে।
হালাল টাকা পশু কিনে
করতে হবে জবাই,
গরীবের হক দিতে হবে
মানতে হবে সবাই।
কোরবানির গোস্তো কেটে
তিনটি ভাগ করে,
দুইটি ভাগ বিলিয়ে দাও
ফকির,আত্মীয়ের তরে।
ঈদুল আজহা - গোলাপ মাহমুদ সৌরভ
জুন ৩০, ২০২২
0